
প্রকাশিত: Mon, Feb 19, 2024 3:48 PM আপডেট: Wed, Apr 30, 2025 12:50 AM
কো-চেয়ারম্যান বাবলাকে জাপা থেকে অব্যাহতি দিলেন জিএম কাদের
আগামী ৯ মার্চ দশম জাতীয় কাউন্সিল ঘোষণা জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে: রওশন এরশাদ
মনিরুল ইসলাম: [২] জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করতে নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে তিনি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, আগামী ৯ মার্চ তার নেতৃত্বাধীন জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ।
[৩] রওশন এরশাদের গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এসময় তার দু'পাশে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা। রওশন এরশাদ বলেন, এই দুই নেতা জাতীয় পার্টির জন্য তজেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। তারা পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এবং আমার পাশে তারা সব সময়ই ছিলেন এবং এখনো আছেন।
[৪] জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা একটি সফল জাতীয় সম্মেলন করে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফিরিয়ে আনতে চাই। একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে- সময় মতো পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠান। জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।’
[৫] কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক ও সৈয়দ আবু হোসেন বাবলাকে কো-আহ্বায়ক করে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্পাদনা : সাজ্জাদুল ইসলাম
মাসুদ আলম: [২] রওশনপন্থী জাতীয় পার্টির অনুষ্ঠানে অংশ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবুল হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যান পদসহ দলীয় সকল পদপদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। এটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।
[৪] এর আগে দুপুর ১২টায় গুলশানে রওশন এরশাদের সংবাদ সম্মেলনে যোগ দেন বাবলা।
[৪.১] জিএম কাদের দলের চেয়ে নিজেকে বড় ভাবছেন, সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়ে বাবলা বলেন, যে লক্ষ্যে হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, জিএম কাদের সে লক্ষ্য থেকে দূরে সরে গেছেন। আব্রাহাম লিংকন বলেছেন নিজের থেকে দল বড়, দল থেকে দেশ বড়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেশের থেকে দল বড়। দলের থেকে নিজ বা আমি বড়, আমি থেকে আমার স্ত্রী বড়। এটা হতে পারে না। এভাবে কোনো দল চলতে পারে না।
[৫] তিনি আরও বলেন, রওশনের নেতৃত্বে জাতীয় পার্টি আগামীতে বৃহত্তর দল হবে। আগামী দিনে এই দল ক্ষমতায় যাবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
